ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়েতে কোটি টাকার পোশাক পরেছিলো আম্বানী বাড়ির পোষা কুকুর! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৮ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৫২, ১৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

বিয়ের দিন বর-কনে, অর্থাৎ অনন্ত আম্বানী এবং রাধিকার পোশাকে তো বৈচিত্র থাকবেই। পরিবারের প্রতিটি সদস্য, বরযাত্রীর সাজ ছিল চোখে পড়ার মতো। তবে হাজার হাজার অতিথির মাঝে সকলের নজর গিয়েছিল অনন্তের পোষা কুকুর ‘হ্যাপি’র দিকে। পরনে তার বহুমূল্যের পোশাক!

মুকেশ এবং নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ে। প্রাক্-বিবাহ, বিয়ে এবং বিয়ে পরবর্তী অনুষ্ঠান, কোথাও কোনও ত্রুটি রাখেননি আম্বানীরা। অতিথির তালিকাও ছিল দীর্ঘ। তাদের আপ্যায়ন করার জন্য নানা রকম সুযোগ-সুবিধার ব্যবস্থাও ছিল।

মূল অনুষ্ঠানের দিন আম্বানী পরিবারের প্রত্যেকের সাজ ছিল চোখে পড়ার মতো। নীতার বড় পুত্রবধূ শ্লোকাও নিজের বিয়ের লেহঙ্গাটি নতুন করে সাজিয়ে তুলেছিলেন। কন্যা ঈশার ফ্যাশন নিয়েও যথেষ্ট চর্চা হয়। আর সেই বাড়ির পোষ্যের পোশাক নিয়ে চর্চা হবে না, তা কী করে হয়?

কেন এত দাম সেই পোশাকের?

সূত্র বলছে, অনন্তের বিয়ের দিন তার পোষ্য গোল্ডেন রিট্রিভার জাতের কুকুর ‘হ্যাপি’র পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পোশাক। তার উপর সোনালি রঙের নকশা। ‘গোল্ড প্লেটিং’ বা সোনায় ধোয়া সেই পোশাকটির দাম কোটি টাকারও বেশি।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি